শিশু সামিয়ার হত্যাকারী আটক

নাগেশ্বরীর শিশু সাদিয়া হত্যার আসামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

কুড়িগ্রাম প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: গত ২৩ জুন তারিখে নাগেশ্বরী উপজেলার রামখানায় নিখোঁজের ২ দিন পর সাদিয়া (৫) নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় সাদিয়ার গলায় পাটের আঁশ দিয়ে পেঁচানো ছিলো বলে জানা যায়।

উক্ত ঘটনায় পুলিশ সুপারের নির্দেশক্রমে ওসি নাগেশ্বরী রওশন কবীর এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ করিম ঘটনার পরপরই ব্যাপকভাবে তদন্ত শুরু করেন এবং তদন্তের এক পর্যায়ে সন্দিগ্ধ আসামী সাদিয়ার চাচা নাজমুলকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে শিশু সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে। ২৫ জুন ভোর রাতে তার দেখানো মতে সাক্ষীদের সম্মুখে একটি বাগান থেকে সাদিয়ার পরিধেয় বস্ত্র উদ্ধার করা হয়।

উক্ত ঘটনা সংক্রান্তে আসামী নাজমুল ২৫ জুন বিকেলে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com