না’গঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২১ জন আক্রান্ত

নগর প্রতিনিধ, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৪হাজার ৭৮৮।
একইসময়ে করোনায় মৃত্যু হয়েছে আড়াইহাজারে ৭৫বছর বয়সী এক বৃদ্ধের। এনিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যাটা ১০৯জনের।
বৃহস্পতিবার ( ২৫ জুন ) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।
বুধবার সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৭৬৭। মোট সুস্থ ২৪৭১জন। মোট মৃত্যু ১০৭।
বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (২৪ জুন সকাল ৮টা হতে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত)- এ জেলায় ৩২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২৩২৪৮জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ২১জন, মোট আক্রান্ত ৪৭৮৮ জন। নতুন আরও কোন সুস্থ নেই, মোট সুস্থ ২৪৭১ জন। নতুন করে মৃত্যু ১ জনসহ, মোট মৃত্যু ১০৯।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪৬০, বন্দর উপজেলায় ১৬৫, সিটি কর্পোরেশন এলাকায় ১৬৪৪, রূপগঞ্জ উপজেলায় ৯৬৭, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৩৪ ও সোনারগাঁও উপজেলায় ৪১৮ জন। পুরো জেলায় ৪৭৮৮ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩১৫, বন্দর উপজেলায় ৬৬, সিটি করপোরেশন এলাকায় ৯৬৫, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৫৯ ও সোনারগাঁও উপজেলায় ১৭৪ জন। পুরো জেলায় ২৪৭১ জন।
এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে – আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৫৯, রূপগঞ্জ উপজেলায় ৮, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৩ জন। পুরো জেলায় ১০৯ জন।