রপ্তানীমুখি শিল্পপ্রতিষ্ঠান ফকির নিটওয়্যারের বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির দাবিতে মানব বন্ধন ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন। বৃহস্পতিবার (২৫ জুন ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবি করা হয়, শ্রমিকদের মিথ্যা মামলা ও অভিযোগের ভিত্তিতে হয়রানি করা হচ্ছে। শ্রমিকদের মুখপাত্র সানোয়ারা বেগম বলেন, আমরা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করি। আমরা কারো কাছে হাত পাততে পারি না। আমরা অনৈতিক কাজে যুক্ত হতে চাই না। আমরা নষ্ট হতে চাই না। মানবন্ধনে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, জেলা সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক দিলীপ দাস, কাউছার হামিদসহ আরো অনেকে।

নগরীতে শ্রমিকদের মুক্তির দাবিতে ট্রেড ইউনিয়নের মানব বন্ধন

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রপ্তানীমুখি শিল্পপ্রতিষ্ঠান ফকির নিটওয়্যারের বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির দাবিতে মানব বন্ধন ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন।

 

বৃহস্পতিবার (২৫ জুন ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

দাবি করা হয়, শ্রমিকদের মিথ্যা মামলা ও অভিযোগের ভিত্তিতে হয়রানি করা হচ্ছে।

 

শ্রমিকদের মুখপাত্র সানোয়ারা বেগম বলেন, আমরা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করি। আমরা কারো কাছে হাত পাততে পারি না। আমরা অনৈতিক কাজে যুক্ত হতে চাই না। আমরা নষ্ট হতে চাই না।

 

মানবন্ধনে উপস্থিত ছিলেন-গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, জেলা সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক দিলীপ দাস, কাউছার হামিদ প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com