গোপনে মন্দিরের সম্পত্তিতে দোকান পজিশন বিক্রি! ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: গোপনে মন্দিরের সম্পত্তিতে দোকান বানিয়ে তা পজিশন আকারে বিক্রির অভিযোগ উঠেছে মন্দিরের সেবায়েতের বিরুদ্ধে। ফতুল্লার পাগনাথ মন্দিরের সেবায়েত শিবুদাস মোহন্ত ও তার দুই সন্তান।

গোপনে মন্দিরের সম্পত্তিতে দোকান পজিশন বিক্রি!

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: গোপনে মন্দিরের সম্পত্তিতে দোকান বানিয়ে তা পজিশন আকারে বিক্রির অভিযোগ উঠেছে মন্দিরের সেবায়েতের বিরুদ্ধে। ফতুল্লার পাগনাথ মন্দিরের সেবায়েত শিবুদাস মোহন্ত ও তার সন্তান স্থাপনা নির্মাণে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই মন্দিরের দেবোত্তর সম্পত্তি বিক্রি ও পাকা স্থাপনা নির্মাণ করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন সেবায়েত শিবু দাস মোহন্ত ও তার পুত্র চিন্ময় দাস মোহন্ত ।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পাগলা পাগলনাথ মন্দির ও রামসীতা মন্দিরের সভাপতি শিবু দাস।

 

পাগলা পাগলনাথ মন্দির ও রামসীতা মন্দিরের সভাপতি শিবু দাস অভিযোগের বরাত দিয়ে জানান, পাগলা পাগলনাথ মন্দিরের জমিতে বেআইনি ও জোরপূর্বক ভাবে দোকান ঘর তুলে ব্যবসা করে। আমি শিবু দাস মোহন্ত ও তার পুত্র চিন্ময় দাস সহ তাদের অনুসারীদের বাধা ও নিষেধ করিলে তারা নারায়ণগঞ্জ জজ কোর্টে দেওয়ানী মামলা দায়ের করে। যার মামলা নং-২৬৯/১৭। যা চলমান রয়েছে। এমতাবস্থায় বিজ্ঞ আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা সহ উক্ত নালিশি ভূমিতে উভয়পক্ষকে কোনপ্রকার নির্মাণ কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু গত ২১ এপ্রিল সকাল ১০টার সময় বিবাদীগণ বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে পাগলা বাজার মন্দিরের ভূমিতে নির্মাণ কাজ পরিচালনা করে। আমি সংবাদ পেয়ে বিবাদীগণকে বাধা ও নিষেধ করলে তারা নির্মাণ কাজ বন্ধ করে চলে যায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার সময় বিবাদীগণ বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে পাগলা বাজার মন্দিরের ভূমিতে দোকান-ঘর নির্মাণ নির্মাণ কাজ পরিচালনা করে। আমি বিবাদীগনকে বাধা ও নিষেধ করলে আমাকে মারধর করতে তেড়ে আসে ও প্রাণনাশের হুমকি প্রদান করে তাড়িয়ে দেয়।

 

আমি ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

 

প্রসঙ্গত, দীর্ঘ কয়েকবছর মন্দিরের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শিবু দাস মোহন্ত তার অনুসারীদের বিরুদ্ধে। পাশাপাশি পাগলা বাজারের দোকান উচ্ছেদের পেছন থেকে তারা যে কলকাঠি নেড়েছে তাও স্পষ্ট হয়ে উঠেছে ব্যবসায়ীদের মাঝে। এসবের পরেও তারা থেমে নেই। অদৃশ্য শক্তির ইশারায় নতুন করে তারা পাগলা বাজারের পাগলনাথ মন্দিরের দেবোত্তর জায়গায় পাকা স্থাপনা নির্মাণ ও তা বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।

 

 

এ বিষয়ে কথা বলার জন্য বেশ কয়েকবার ফোন দিলেও রিসিভ করেননি শিবু দাস মোহন্ত।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com