নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ

৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী সল্প পরিসরে উদযাপন করবে না’গঞ্জ জেলা আ’লীগ

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: আগামীকাল আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।  মহামারী করোনাভাইরাসের প্রভাবে এই দিনটি সল্প পরিসরে উদযাপন আয়োজনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী এই দলটির জন্য বেশ তাৎপর্যপূর্ণ হলেও করোনার প্রভাবে পাল্টে গেছে সকল হিসেব-নিকেশ।

মহামারী করোনাভাইরাসের প্রভাব পড়েছে সমাজ, অর্থনীতি, রাজনীতি সর্বত্র। বাদ যায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের তেমন কোন আয়োজন নেই। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সীমিত আকারে নেওয়া হয়েছে কিছু কর্মসূচি। থাকছে না আনন্দ র‌্যালী।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদল জানান, করোনার কারণে সকল আয়োজনই সীমিত করা হয়েছে। ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল সাড়ে ১০টায় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে ছোট পরিসরে দোয়ার আয়োজন রয়েছে। তবে কোন আনন্দ র‌্যালী বা অন্য কোন কর্মসূচি নেই।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, সকাল ১০টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। করোনার কারণে এর বেশি কোন আয়োজন নেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com