শ্রমিক নেতা পলাশের সুস্থতা কামনা গোলাম কিবরিয়া সাত্তারের
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা আক্রান্ত শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশের দ্রুত সুস্থতা কামনা করেছেন আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাত্তার।
কাউসার আহমেদ পলাশের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে যখন বাংলাদেশের মানুষ গৃহবন্দী। তখন, আমার প্রাণপ্রিয় নেতা ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নেতা কাউসার আহম্মেদ পলাশ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। দিনরাত একাকার করে তার নেতাকর্মীদের নিয়ে তিনি সাধারণ মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছেন।
সাত্তার আরো বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে অবিরাম সংগ্রাম চালিয়ে লক্ষ শ্রমিকের হৃদয়ে স্থান করে নিয়েছেন কাউসার আহম্মেদ পলাশ। এবারও করোনা ভাইরাস পরিস্থিতিতে অবহেলিত শ্রমিকদের পাশে দাড়িয়েছিলেন তিনি। নিজ সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নিয়েছিলেন তাদের পরিবারের। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন, ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, লবন শ্রমিক ইউনিয়নসহ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিকদের মাঝে বিভিন্ন পর্যায়ে এ ত্রান সামগ্রী তিনি পৌঁছে দিচ্ছেন।
কাউসার আহম্মেদ পলাশ ১৬ জুন করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি বাড়ীতে আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।