কাউন্সিলর দীনার বিরুদ্ধে ছাত্রলীগ সভাপতির মামলা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: স্বামী ও সহযোগীসহ সিটি কর্পোরেশনের সেই নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আরিফ হোসেন অর্ণব ভাংচুরের এ মামলাটি দায়ের করেন। মামলায় দিনাসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামী করা হয় ২৫/৩০ জনকে। মামলার নং-৩৪।
মামলায় ছাত্রলীগ সভাপতি আরিফ হাসান অর্নব উল্লেখ করেন, আয়শা আক্তার দিনা’র সাথে তার খালা রাশিদা বেগমের পারিবারিক কোন্দলের বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে ধরে ছাত্রলীগের কয়েকজন কর্মীর নামে মিথ্যা অভিযোগ দায়ের করে দিনা। গত ১৬ জুন বিকালে আমরা আয়শা আক্তার দিনা’র দায়েরকৃত মিথ্যা অভিযোগের প্রতিবাদ করার জন্য সাংবাদিক সম্মেল করি। সাংবাদিক সম্মেলন করার কারণে ১৬ জুন রাত পৌনে ৮ টায় আয়শা আক্তার দিনা ক্ষিপ্ত হয়ে সকল বিবাদীদের সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জের তাঁতখানা বৌ-বাজারস্থ ছাত্রলীগের কার্যালয়ে হামলা করে। তারা প্রতিবাদ করতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মী রবিউল, অনিক ও রকিবুল হাসান’কে মারপিট করে জখম করে বলে উল্লেখ করা হয় মামলায়। আয়শা আক্তার দিনা’র হুকুমে সকল বিবাদীগন তাদের হাতে থাকা কাঠের লাঠি দ্বারা তাদের অফিস কক্ষের প্লাষ্টিকের চেয়ার, ৫০টি ইন্টারনেট ডিভাইস ও সাউন্ডবক্স ভেঙ্গে ফেলে এবং অফিসের ড্রয়ার ভেঙ্গে নগদ ৫০ হাজার ২৩০ টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের ৩টি ক্যাবল বক্স নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে আশে-পাশের লোকজন আগাইয়া আসিলে সুযোগমত বিবাদীরা আমাদের সকলকে প্রাণে মারার হুমকী প্রদান করে চলে যায়।
এদিকে মঙ্গলবার রাতে আরিফ হাসান অর্ণব তার ফেইসবুক আইডিতে একটি ভিডিও দেয় যে ভিডিওতে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ছবি একটি টেবিলে ভাংচুর অবস্থায় দেখানো হয়েছে। কিন্তু মামলায় ওই বিষয়ে কিছুই উল্লেখ করেনি মামলার বাদী আরিফ হাসান অর্ণব।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামী দুলাল (৫০) ও আমান উল্যাহকে (৫০) গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও গ্রেফতার করার চেষ্টা চলছে ।