মাত্র ৫ লাখ টাকায় বাঁচতে পারে ক্যান্সার আক্রান্ত রীনার জীবন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মাত্র ৫ লাখ টাকা হলে বেঁচে যেতে পারে ক্যান্সারে আক্রান্ত রীনার জীবন। মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত রীনার চিকিৎসকরা জানিয়েছেন, মধ্যবর্তী অবস্থায় থাকা রীনা সময়মতো চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠতে পারে। এজন্য ৫ লাখ টাকা খরচ হতে পারে।
ফতুল্লার কাশীপুর ওয়ারিশ সরদার বাড়ির গৃহবধু রীনা ইতোমধ্যে চিকিৎসা করাতে করাতে নিজের পরিবারের সঞ্চয় শেষ করে ঋণগ্রস্থ হয়ে পড়েছেন। সামান্য বেতনের চাকুরে স্বামীও এখন আর চিকিৎসার খরচ বহন করতে পারছেন না। এজন্য রীনার পরিবার সমাজের বিত্তবানদের প্রতি হাত বাড়িয়েছেন।
রীনার পরিবার জানায়, রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডা. ফারহানা ও ডা. সুজন কুমার মজুমদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
রীনার পরিবার আরও জানায়, স্থানীয় কয়েকজন উদ্যোগী যুবক রীনার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে তহবিল গঠনের জন্য কাজ শুরু করতে যাচ্ছে।
রীনাকে সাহায্যের জন্য সরাসরি ০১৪০৩৫৯৩১৫৬ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এছাড়াও চিকিৎসা সহায়তা ও অন্যান্য বিষয়ে রীনার মামাতো ভাই স্বপনের (০১৬১১ ৬৬৭৬৭৬) সাথেও যোগাযোগ করতে পারেন।