শ্রমিক নেতা পালাশ

শ্রমিক নেতা পলাশের প্রচেষ্টায় বন্ধ কারকাখানার শ্রমিকরা বেতন পেলেন

 

 

ফতুল্লা প্রতিনিধি  , প্রেসবাংলা২৪ডটকম: বন্ধ হওয়া মজুমদার নীট ওয়্যারের শ্রমিকদের বকেয়া বেতন অবশেষে শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশ’র জোড়ালো প্রচেষ্টায় পরিশোধ করলেন কারখানা কতৃপক্ষ।

সোমবার (১৫ জুন) বেলা ১১ঘটিকায় ফতুল্লার পঞ্চবটী এডভেঞ্চার ল্যান্ড পার্ক সংলগ্ন মজুমদার নীট ওয়্যার এর অফিস কক্ষে শ্রমিকদেরকে নগদ অর্থ প্রদান করেন কারখানা কতৃপক্ষ।

এসময় শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশ এর পক্ষে উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কবীর হোসেন রাজু।

তিনি বলেন, মহামারী করোনার এই দূর্যোগে শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ’র জোরালো প্রচেষ্টায় অবশেষে মজুমদার নীট ওয়্যার কতৃপক্ষ প্রায় ৫০০শত শ্রমিকের ৭০ভাগ বেতন পরিশোধ করেন। শ্রমিকরা জনপ্রিয় শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে, মজুমদার নীট ওয়্যার এর স্টাফদের বকেয়া বেতনের বিষয়ে অচিরেই শ্রম কল্যাণ অধিদপ্তরে আলোচনা সাপেক্ষে জানানো হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার, মিরাজ ও লিয়াকত হোসেন বেপারীসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com