বৃষ্টি হলেই সরাইলে রাস্তায় জনদূর্ভোগ

সরাইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের প্রধান রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি। সরাইল সরকারী অন্নদা হাই স্কুলের মোড় থেকে নিজ সরাইল ব্রিজ পর্যন্ত রাস্তার পাশে ড্রেন না থাকায় পুরো রাস্তাটিতে একদিন বৃষ্টি হলে হাঁটু পানি লেগে থাকে। এতে হাটবাজার, ব্যাংক-বীমা ও মার্কেটে কেনাকাটা করতে আসা সহস্রাধিক মানুষ ভূগান্তিতে পড়তে হয়।

এ ব্যাপারে স্থানীয় মোর্শেদ কামাল বলেন, অল্প বৃষ্টিতে পানি জমে অনেক দোকানে পানি উঠে যায়। এতে ব্যবসায়ীদের দোকনে ক্রেতারা আসা-যাওয়ায় করতে পারে না। পানি নিস্কাশন না হওয়ায় এ রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জনদূর্ভোগ চরম পর্যায়ে রয়েছে বলে সরাইল বাসির অভিযোগ।

 

এ বিষয়ে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর বলেন, এ রাস্তাটি পাথরের ঢালাই কাজসহ রাস্তার দক্ষিণ পাশে ড্রেনেজ নির্মাণ করার জন্য টেন্ডার হয়েছে এবং ঠিকাদার নিযুক্ত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই কাজটি শুরু হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com