কাউন্সিলর রুহুল আমীন প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করেন

মোঃ ওয়ারদে রহমান, প্রেসবাংলা ২৪ডটকম: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মাধ্যমে ৮নং ওয়ার্ডে ১১তম ধাপে ধনকুন্ডা ঈদগাহ মাঠে অসহায়, দিনমজুর ও দুস্থ ৪০০টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর রুহুল আমীন মোল্লা।

রবিবার (১৪ জুন) বিকেলে নাসিক সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা ঈদগাহ্ মাঠে ১১তম ধাপে অসহায়, দিনমজুর ও দুস্থ ৪০০টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার সামগ্রী বিতরণ করে চলেছেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লা।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ১১তম ধাপে ৪০০ পরিবারকে দেওয়া হচ্ছে। এখানে ভূঁইয়াপাড়া, তাঁতখানা, শেতপারা ও শান্তিনগর এলাকার বাসিন্দাদের মাঝে দেওয়া হচ্ছে । প্রত্যেকটি ওয়ার্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মাধ্যমে প্রায়শই এ ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রসহ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দর প্রতি আমি কৃতজ্ঞ । আজকে এ পর্যন্ত এখানে প্রায় দশ হাজার এর মতো সরকারি ত্রাণ তহবিল দিয়েছি, তিন হাজার মানুষকে আমরা কিউয়ার কার্ড দিয়েছি, এক হাজার মানুষকে ওএসএম কার্ড দিয়েছি দুদিন আগেও সাড়ে তিনশ পরিবারকে এ উপহার দেয়া হয়েছে। কিন্তুু তারপরেও মানুষ বলছে, তারা ত্রাণ পাচ্ছে না।

 

করোনা প্রসঙ্গে তিনি বলেন, সকলকে নিজ সাবধানতা বজায় রাখতে হবে এবং নিজে সতর্ক থাকবেন এবং পরিবারকে সতর্ক রাখবেন। মনে রাখবেন করোনা মানে মৃত্যু নয়, ভয় পেলে চলবেনা। এটাকে প্রতিহত করতে হবে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com