সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

 

সরাইল প্রতিনিধি,প্রেসবাংলা২৪ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত সুজন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মো. ধনু মিয়ার পুত্র। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল এলাকার পূর্ব কুট্টাপাড়ায় মোঃ নান্টু মিয়ার একটি অটোরিকশা গ্যারেজ রয়েছে। এ গ্যারেজে বিভিন্ন অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সুজন ওই গ্যারেজের একজন কর্মচারী। অটোরিকশা ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ সুজনের মৃতদেহ উদ্ধার করেন ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com