কাশীপুরে ইউপি সদস্য পলাশ করোনায় আক্রান্ত

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনায় আক্রান্ত হয়েছেন করোনাকালে সাহসী ভূমিকা নিয়ে মাঠে থাকা কাশীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মেজবাউর রহমান পলাশ।
রোববার (১৪ জুন) পলাশের ছোট ভাই সাজু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েকদিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে নগরীর পলি ক্লিনিকে ভর্তি হন পলাশ। করোনা সন্দেহে প্রথম বার টেস্ট করানোর পর তা নেগেটিভ আসে। দ্বিতীয় দফায় কোভিড-১৯ পজিটিভ হন পলাশ।
সাজু আরও জানিয়েছেন বাসায় থেকেই চিকিৎসা চলছে তার। পলাশ কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য প্রয়াত গোলাম মোস্তফার প্রথম পুত্র। ইউনিয়ন পরিষদের নির্বাচনের কিছু পরেই মারা যান গোলাম মোস্তাফা। পিতার শুন্য ওয়ার্ডে নির্বাচিত হন মেজবাউর রহমান পলাশ। করোনাকালে পলাশ সাহসী ভূমিকা নিয়ে মাঠে জনগণের পাশে ছিলেন। পলাশের সুস্থতার জন্য তার পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।