করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৮৫৬, মৃত্যু ৪৪

আড়াইহাজারে চেয়ারম্যানসহ নতুন করে ১১জন করোনায় আক্রান্ত

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক চেয়ারম্যানসহ নতুন করে আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন জানান, ৯জুন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরনকৃত নমুনা পরীক্ষা করে ১৩ জুন রাতে আরো ১১ জনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পজেটিভ পেয়েছে বলে জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ভূইয়া, খিরদাসাদী এলাকার হোমিও ডাক্তার মোঃ ওছমান, আড়াইহাজার পল্লী বিদ্যুৎ অফিসের ইলেক্টিক লাইনম্যান মোঃ মাঈনউদ্দিন, আড়াইহাজার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ রোকন, গোপালদীর কমিউনিটি হেলথ প্রোপাইটার দানিউল বাশার, আড়াইহাজার চৌধুরীপাড়া এলাকার এডভোকেট অহিনুল হক হিরোর স্ত্রী ফারজানা আক্তার, মীম আক্তার নামে পুরিন্দার এক গৃহিনী, নগর জোয়ার এলাকার জোসনা বেগম নামে এক গৃহিনী, খাগকান্দা এলাকার ছগির আহম্মেদ নামে এক যুবক, কল্যান্দী বালিয়াপাড়া এলাকার লুৎফা বেগম নামে এক বৃদ্ধা,  অবসরপ্রাপ্ত কাষ্টম সুপারেন্টেডাইন হামিদুর রহমান। আক্রান্তরা সবাই তাদের বাড়িতে ও বাসায় আইসোলেশনে চিকিৎসাধিন আছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com