এলাকাবাসী আমাকে আগামীতে ভোট নাও দিতে পারে: মতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বলেছেন,আমি এই এলাকায় যে কাজ করেছি তার জন্য আগামীতে মানুষ আমাকে ভোট নাও দিতে পারে।

শুক্রবার ১২ জুন দুপুরে আলীরটেক ইউনিয়ন পরিষদে এক সভায় তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ । মতিউর রহমান নাহিদা বারিককে উদ্দেশ্য করে বলেন, সারাদেশ যখন লকডাউন ছিল তখন আলীরটেক ইউনিয়নের আবদুল্লাহ পুর, গোগনগর, ডিক্রিরচর ঘাটে ট্রলার চলাচল বন্ধ করে দেয়া হয়।

একই সাথে বেতকা বক্তাবলী দিয়ে আলীরটেকের প্রবেশ পথ আমাদের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে লকডাউন করে দেয়া হয়েছিল। তখন বাশ না পেয়ে তারা গাছ কেটে রাস্তায় বিছিয়ে দেয়া হয়েছে। আর এতে করে অনেক মানুষ রাগ হয়ে হয়ত আমাকে আগামীতে ভোট নাও দিতে পারে।

তিনি আরো বলেন, আলীরটেকে করোনা আক্রান্ত নেই। তাই আমাদের এই ইউনিয়নকে গ্রীন ঘোষণা করা হয়েছে। সচেতনার মাধ্যমে আমাদের এই গ্রীনকে ধরে রাখতে হবে।

পরে তিনি আলীরটেক বাসিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। সকলকে মাস্ক পরতে বেশি বেশি হাত ধোয়ার কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়নের সচিব আবদুর রব, প্যানেল চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য দিদর সুলতান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম শাহিন, সদস্য রবি আহমেদ, রুহুল আমিন মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার সুমা আকতার, আলেয়া আকতার প্রমুখ।

উল্ল্যেখ্য , আলীরটেক ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান হওয়ার পর মতিউর রহমান একের পর এক বিতর্কের জন্ম দিয়ে এলাকায় এবং মিডিয়াতে সমালোচিত হয়েছেন। এলাকার উন্নয়ণে দূর্ণীতি ,  সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় , বিচারের নামে প্রহসন সহ অনেক বিতর্কের জন্ম দিয়ে তিনি জনপ্রতিনিধি হিসেবে এখন এলাকাবাসীর কাছে আতঙ্ক । যদিও তিনি নির্বাচন করে নন একজন প্রভাবশালী এমপির দয়ায় এলাকায় চেয়ারম্যান বনে যান।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com