জিপিএ-৫ নাই, পাশের হারে সন্তুষ্ট কানাইনগর সোবহানীয়া উচ্চ বিদ্যালয়!

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পাশের হারে এগুলেও জিপিএ-৫ নাই কানাইনগর সোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের। এবারের এসএসসি পরীক্ষায় এ স্কুলের পাশের হার ৮৭ দশমিক ৫০। তবে এবছর কোন শিক্ষার্থীই পায়নি জিপিএ-৫। দূর্নীতির অভিযোগে অভিযুক্ত এ স্কুলের শিক্ষার মান নিয়ে কয়েক বছর ধরে প্রশ্ন তুলে আসছেন স্থানীয়রা।

 

এ বছরের ঘোষিত এ বছরের ফলাফলে দেখা গেছে, সদর উপজেলার বক্তাবলীর কানাইনগর সোবহানীয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪৭ জন কৃতকার্য হয়। পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ৯১ জন অংশ নিয়ে পাশ করে ৭৬জন, বিজ্ঞান বিভাগ থেকে ২১জন অংশ নিয়ে ২১ জনই কৃতকার্য হয়, বাণিজ্য বিভাগ থেকে ৫৬জন অংশ নিয়ে ৫০জন কৃতকার্য হয়।

 

ফলাফলকে সন্তোষজনক উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, এ বছর আমাদের জিপিএ-৫ পাওয়ার মত শিক্ষার্থী ছিল ২ থেকে ৩জন। আমাদের শিক্ষকরা যথেষ্ট চেষ্টা করেছে। কয়েকজন দুয়েক বিষয়ে সামান্য কিছু কম পাওয়ায় আমরা হতাশ হয়েছি।

 

 

তিনি আরও বলেন, তবে আগামীতে এ ব্যাপারে আমরা শিক্ষকদেরকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভালো ফলাফলের জন্য শিক্ষকদের পাশাপাশি সকল অভিভাবক, শুভাকাঙ্খিদের ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতা কামনা করছি।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com