আশুলিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রাজধানীর সন্নিকটে সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়াপুর ইউনিয়নের জামগড়া এলাকায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টারদিকে জামগড়া এলাকার মোল্লা বাড়ি মসজিদের পিছনে নোয়াখলীর সুমনের বাড়ির ছাদের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নীলফামারী জেলার মায়া বেগমের ছেলে মোঃ বাবু মিয়া (২২), জামগড়া মোল্লা বাড়ি এলাকায় সুমন-এর বাড়ি দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। নিহত বাবুর পিতা অনেক আগেই মারা গেছেন। এরজন্য স্থানীয়রা বাবুকে অনেক আদর করতেন।

স্থানীয়রা আরো বলেন, এ রকম ঝুলন্ত লাশ কখনো আমরা দেখিনি। অনেকেই ধারণা করছেন যে, হয়তো প্রেম ঘটিত ঘটনায় পরিকল্পিতভাবে বাবুকে হত্যা করে লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, লাশ ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা। তিনি আরো বলেন, যদি হত্যাকান্ড হয়ে থাকে তাহলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com