কৃষকের কাছ থেকে

সরাইলে ধান সংগ্রহের জন্য লটারি করে চাষি নির্বাচন

সরাইল প্রতিনিধি,প্রেসবাংলা২৪ডটকম: চলতি বোরো-ধান সংগ্রহের লক্ষ্যে ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য লটারি করে চাষি নির্বাচন করা হয়েছে।উপজেলার ৯ টি ইউনিয়নে কৃষি কার্ডধারী ৫ হাজার ৮৫৮ কৃষকের মধ্যে ৩২০ চাষিকে নির্বাচন করা হয়েছে। এসব কৃষকের কাছ থেকে সরকারিভাবে ২৬ টাকা দরে ধান কেনা হবে।

সোমবার (৮জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা লটারি করে তাদের নির্বাচন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ নুর আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমূখ। উপজেলার বোরো- ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা দ্বিতীয় পর্যায়ে নির্ধারণ করাহয়েছে ৬৪০ মেট্রিক টন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com