সিদ্ধিরগঞ্জে সংরক্ষিত নারী কাউন্সিলর করোনায় আক্রান্ত 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে ।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে  ওই নারী কাউন্সির মনোয়ারা বেগম মুঠোফোনে জানান, পবিত্র ঈদ উল ফিতরের পর থেকেই আমি আমার শরীর খারাপ অনুভব করলে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অফিসারের সাথে যোগাযোগ করি। তিনি আমার বাসায় গত চারদিন আগে করোনা নমুনা সংগ্রহের জন্য টিম পাঠান। নমুনা সংগ্রহের পরেরদিন আমি জানতে পারি আমার করোনা রিপোর্ট পজেটিভ।
তিনি আরও জানান, করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। স্বাস্থ্য কর্মকর্তা যে নিয়ম বলে দিয়েছেন তা পালন করছি। আমার শরীর আল্লাহর রহমতে সুস্হ্য আছে। সবার কাছে দোয়া চাচ্ছি পরিপূর্ন সুস্হ্যতার জন্য।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com