সরাইলে স্বেচ্ছাশ্রমে ছাত্রলীগের উদ্যোগে সাঁকো নির্মাণ

সরাইল প্রতিনিধি,প্রেসবাংলা২৪ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে শাহজাদাপুর ইউনিয়নের সন্তান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক পরিবেশ বিষয়ক উপ- সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সজীবের উদ্যোগে ও ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় জনবহুল শাহজাদাপুর, ধাউরিয়া ও নিয়ামতপুরসহ এলাকার ত্রিশ হাজার লোকের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকোটি নির্মাণ করেন।
শুক্রবার (৫ জুন) গ্রামের প্রবেশ পথে খোয়ালের পাড় খালের ওপর এ সাঁকোটি নির্মাণ করা হয়।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সজীব বলেন, খালের ওপরে বাঁধটি পানিতে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ লাঘবে এ উদ্যোগ গ্রহণ করেন। তিনি দ্রুত খোয়ালের পাড়ে জনস্বার্থে সেতু নির্মাণের দাবি জানান। সাঁকো নির্মাণ কাজে অংশ গ্রহণ করেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য এ ইউনিয়নের বাসিন্দা পিযুস কান্তি দাস, তানভীর আহমেদ জিতু, মোবারক খান,আতাউর রহমান আমরিন ও স্বপন সরকার প্রমূখ।