দেওভোগে শরীফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার দেওভোগ আদর্শনগর এলাকার শরীফ মাদবর হত্যাকারীদের বিচারের দাবীতে নগরীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নিহত শরীফের পিতা আলাল মাদবরের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নিহতের পিতা আলাল কান্না জরিত কন্ঠে বলেন, আমার ছেলে হত্যাকারীরা পালিয়ে থেকে আমাদেরকে হুমকি দেয়। আমার ছেলে হত্যারা সাথে জড়িতদের এখনো যাদের গ্রেপ্তার করা হয়নি তাদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানাই। আমার মত আর কোন পিতার যেন সন্তান হারাতে না হয়। আমি আমার ছেলে শরীফ হত্যাকারীদের ফাসী চাই।
নিহত শরীফের মা রহিমা বেগম বলেন, ওরা আমার অনার্স পাশ করা ছেলে কেন হত্যা করা হলো। তারা আমার বুক কেন খালি করলো। যারা আমার ছেলেকে হত্যা করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি তাদের ফাসি চাই। তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।
প্রসঙ্গত গত ১ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আদর্শনগর আল আফাসা জামে মসজিদের দক্ষিণে শ্যামলের গ্যারেজের গেইটের সামনে ব্যবসায়ী শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এদিন সন্ধ্যায় নিহতের পিতা আলাল মাতবর এ ঘটনায় বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিনই পুলিশ অভিযান চালিয়ে সিসি টিভির ফুটেজ থেকে চিহ্নিত করে দুজন এজাহারনামীয় আসামীসহ ৯ জনকে গ্রেপ্তার করে। এছাড়া ১৬ এপ্রিল র্যাব হত্যাকান্ডের মুল হোতা আদর্শনগর এলাকার বাদশাহ মিয়ার ছেলে লিমন ওরফে রিমন এবং একই এলাকার আনোয়ার মিয়ার ছেলে সম্প্রাটকে গ্রেপ্তার করে ফতুল্লা থানায় সোপর্দ করে।
এর আগে ৩ এপ্রিল একই মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হস্তানতরক আদর্শনগর এলাকার ইসমাইল, রাসেল, মুন্নার বাড়ির নিচতলার ভাড়াটিয়া ওসমান ওরফে জীবন, বাড়ৈভোগ মসজিদ সংলগ্ন সূর্য বেগমের ভাড়াটিয়া সোহাগ, দেওভোগ নূর মসজিদ সংলগ্ন রকি, একই এলাকার জালাল মোলার ভাড়াটিয়া রাসেল, বাহ উদ্দিন মিয়ার ভাড়াটিয়া মেহেদী হাসান, ৬২ নং আদর্শনগর এলাকার মিলন হোসেন এবং ময়না কমিশনারের ভাড়াটিয়া কমল মিয়া, ২৭এপ্রিল (সোমবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পশ্চিম দেওভোগ এলাকা থেকে শরীফ হত্যা মামলার মূল আসামী শেখ মো.শাকিল ওরফে বড় শাকিল (৩০) ও লালনকে (৩০) গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন-নিহত শরীফ মাদবরের বোন রেশমা ও বৃষ্টি, শ্বশুর সিদ্দিক, আনোয়ার হোসেন , মহিউদ্দিন মাহী,ফারুক,তাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।