রূপগঞ্জে করোনার নমুনা দিতে দীর্ঘ লাইন

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৬০ জন। এতে এ উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ৪৫৩ জন।

 

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদ জানান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজী পিসিআর ল্যাব নমুনা থেকে যারা করোনা পজেটিভ এসেছে এদের মধ্যে ৩৬ জন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসা নিয়েছেন।

 

এদের মধ্য থেকে ২৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা যার যার বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ৫ জন মৃত্যুবরণ করেছেন বলে জানান তিনি। তবে গত রোববার রূপগঞ্জের শিমুলিয়া এলাকার বাসিন্দা হাসিব মাস্টারের ছেলে বাবুল মাস্টার ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হরেও মৃত সংখ্যা গণনা করা হয়নি।

 

এদিকে করোনা উপসর্গ নিয়ে উপজেলার শত শত লোক প্রতিদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে আসায় দীর্ঘ লাইনে পরিণত হয়। একটি মাত্ বুথ থাকায় হিসমিস খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তাছাড়া পর্যাপ্ত বেড না থাকায় দূর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় রোগী ও স্বজনরা। বিপাকে পড়েছেন সাধারন রোগে আক্রান্তরা। তারা একই হাসপাতালে করোনা রোগী থাকায় চিকিৎসা নিতে আসাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন বলেন, প্রতিদিন প্রায় দু শতাধিক নমুনা নেয়া হচ্ছে। এদের মধ্য থেকে গড়ে ৩০ শতাংশ করোনা পজেটিভ হচ্ছে। এদিকে করোনা আক্রান্তদের জন্য পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের অভিযোগ বাড়ছে। তা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি আরো বলেন, জনগণকে আতঙ্কিত না হয়ে মানবিক বিবেচনায় করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com