করোনায় আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে’র আরেক শিক্ষার্থী

নাছির উদ্দিন আবির (ইবি প্রতিনিধি): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরেক শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থীর নাম সাজ্জাদুর রহমান সোহাগ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
গত ১৮ মে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন আক্রান্তের পরিবার।
জানা যায়, সোহাগ ঈদের আগে তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ থেকে নারায়ণগঞ্জে তার গার্মেন্টস কর্মী বড় ভাইয়ের বাসায় যায়। সেখানে মাঝে মাঝে স্থানীয় কাঁচাবাজার থেকে বাজারও করতেন তিনি।
পরে তার শরীরে জ্বর, সর্দি, কাঁশি দেখা দিলে গত ১৮ মে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা করান সোহাগ। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
এসময় তার বড় ভাইয়ের করোনার লক্ষণ দেখা দিলে তিনিও পরীক্ষা করেন। তবে তার রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে সোহাগ নারায়নগঞ্জে ভাইয়ের বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।
এ ব্যপারে সোহাগ বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে আমি মুখে কোন স্বাদ পেতাম না। কিছু খেতে পারতাম না। স্বাস্থ্য অধিদপ্তরের পেসক্রিপশন অনুযায়ী চলেছি এবং তারা নিয়মিত খোঁজ নিয়েছেন। নিজ বিভাগের শিক্ষকরাও আমার খোঁজ-খবর রাখছেন। এখন অনেকটাই সুস্থ্য হয়েছি। দুই-একের মধ্যে আবার করোনা পরীক্ষা করব।’
উল্লেখ্য, এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জায়েদ প্রথম করোনায় আক্রান্ত হন। চিকিৎসা নেবার পর এখন তিনি সুস্থ হয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন।