সাভার থানা বিএনপির সভাপতি আলাল আর নেই

 

সাভার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সাভার থানা বিএনপির সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান আলাল আর নেই। ইন্নালিল্লাহি …… রাজিউন । শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার বিএনপি নেতা মো. আলমগীর হোসেন।

বুধবার সকালে নিজের ফুল বাগান পরিচর্যা করছিলেন আলাল। হঠাৎ বুকে তীব্র ব্যথা নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আজই অ্যাপোলো হসপিটালে নেয়া হয়।

সাভার থানার বিএনপি নেতা আলমগীর হোসেন জানান, তার ব্রেইন স্ট্রোক হয়েছিল। আজ তার অপারেশন করার কথা ছিল। কিন্তু শরীরের অবস্থা ভালো না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছিল না।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com