সরাইলে বাল্য বিয়ে থেকে বাঁচতে শিশু সামিয়ার আবেদন

সরাইল প্রতিনিধি,প্রেসবাংলা২৪ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাল্য বিয়ে থেকে বাঁচতে আকুতি জানিয়েছে সপ্তম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার(১৩)।

 

সরাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত এক আবেদনে এ আকুতি জানিয়েছে এ স্কুল ছাত্রী।

 

সামিয়া আক্তার উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের প্রবাসী আবু ছায়েদের মেয়ে ও দি ব্লু বার্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সামিয়ার পিতা আবু ছায়েদ প্রবাসে থাকার সুবাধে সামিয়ার মা সাহানা বেগম একই এলাকার আরশ আলীর পুত্র রবিন মিয়ার সাথে সামিয়াকে বাল্য বিয়ে দেওয়ার সব ব্যবস্থা করেছেন। এ খবর জানতে পেরে সামিয়া মানসিকভাবে ভেঙ্গে পড়ে। বাল্য বিয়ে থেকে বাঁচার আকুতি জানিয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করে।

 

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা বলেন, স্কুল ছাত্রী সামিয়া আক্তারের লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com