সরাইলে করোনায় মোট আক্রান্ত ৫

সরাইল প্রতিনিধি,প্রেসবাংলা২৪ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এ পর্যন্ত মোট ৫ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনাস ইবনে মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সর্ব প্রথম সরাইল উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছিলেন উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আবুল হোসেন মিয়ার স্ত্রী শামীমা আক্তার। ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যধি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন। পরবর্তীতে করোনা রোগী সনাক্ত হোন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর পালপাড়া এলাকার সৌরভ পাল।এর পর একই এলাকার আপন দাস ও শামীমা খাতুন নামে আরও ২জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।
সর্বশেষ শনিবার (২৩ মে) উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান হাবলী এলাকার সামসুল আলমের স্ত্রী হাসনা খাতুন এর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে সরাইল হাসপাতাল সূত্রে জানা গেছে।