প্রেসবাংলা’র সহ সম্পাদক মোঃ ইকবাল হোসেন’র ঈদ শুভেচ্ছা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় অনলাইন প্রেসবাংলা২৪ডটকম পরিবার পাঠক, লেখক ও শুভ্যানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসবাংলা২৪ডটকম এর সহ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
এক শুভেচ্ছাবার্তায় মোঃ ইকবাল হোসেন বলেন, করোনাকালে সারাদেশে সাংবাদিকরা ঝুঁকির মধ্যে তাদের পেশাগত দায়িত্ব পালন করে চলছে। নিজের জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে পেশাগত দায়িত্ব পালন করলেও তাদের পাশে কেউ দাঁড়ায়নি।
সংযমের মাস সিয়াম সাধনার পরে আসছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের উসিলায় সৃষ্টিকর্তা দেশ থেকে এ মহামারী দূর করে দিন।
ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন হোক ঈদের দিনের মতো আনন্দময়।
ঘরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
”ঈদ মোবারক”