আড়াইহাজারে টয়লেটের গ্যাস বিস্ফোরণে ৪ জন দগ্ধ

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে টয়লেটের ট্যাংকির গ্যাস বিস্ফোরনে দোকানদার সহ ৪ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে উপজেলার আড়াইহাজার বাজারে শাহজালাল মার্কেটের নীচ তলায় একটি চায়ের দোকানে এ ঘটনাটি ঘটেছে।
জানাগেছে, চায়ের দোকানের একটি অংশে মার্কেটের টয়লেটের সেফটিক ট্যাংকির ঢাকনা রয়েছে। দোকানদার সিলিন্ডার গ্যাসের সাহায্যে চা বিক্রির সময় এ সেফটিক ট্যাংকির ঢাকনাটা খুলে তাতে ময়লা ফেলানোর সময় ট্যাংকি থেকে প্রচন্ড গতিকে গ্যাস বের হয়ে দোকানে আগুন লেগে যায়। ঐ সময় নোয়াপাড়া গ্রামের দোকানদার হরমুজ (৫০), দোকানে চা খেতে আসা শিবপুর গ্রামের জনবালীর ছেলে মুনছুর আলী (৫৫), দক্ষিণপাড়া গ্রামের রমুর ছেলে আলম (৫০) ও সড়কে রিক্সায় থাকা কান্দাপাড়া গ্রামের রমজানের ছেলে রিক্সা চালক ইব্রাহিম(২৫) এর দেহে আগুন লেগে যায়।
এ ঘটনা দেখে বাজারের লোকজন বিভিন্ন্ভাবে তাদের শরীরের আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু এ সময়ে তাদের শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যায়। লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখান থেকে মূমূর্ষ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাালে পাঠনো হয়েছে। আগুনে দোকানের সকল মালামাল ভষ্মিভুত হয়।
খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হন।
আড়াইহাজার ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার শাহজাহান জানান, টয়লেটের সেফটিক ট্যাংকির গ্যাস বের হয়ে চায়ের চুলার আগুনের সাথে মিশে আগুনের বিস্ফোরণ ঘটে বলে তাদের ধারনা।











