সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড বুকস গার্ডেন এলাকায় আমিনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ  সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহত আমিনুল মিজমিজি পশ্চিম পাড়া বুকস গার্ডেন এলাকার মোঃ আব্দুল গনির ছেলে। তিন ভাইয়ের মধ্যে আমিনুল সবার বড় ছিলেন। সে পেশায় একজন শাক ব্যবসায়ী।
নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় আজ ভোর বেলায় শাক কেনার জন্য বড় ভাই আমিনুলকে ডাক দেন। ডাকের সাড়া না পেয়ে ছোট ভাই শফিকুল তার ঘরে ঢুকে দেখতে পান বড় ভাই মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন তিনি। তার গলায় হাতের আঙ্গুলের ছাপ দেখা গেছে। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে তার বাবা আব্দুল ঘনি গা ঢাকা দিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, নিহতের গলায় ও দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বুঝা যাবে হত্যাকান্ড কিনা। ঘটনার তদন্ত ও জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com