ফতুল্লায় শ্রমিকদের ঈদ সামগ্রী তুলে দিল তালুকদার গার্মেন্টস
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : করোনা ভাইরাস মোকাবেলায় বিপর্যস্ত তালুকদার সোয়েটার এন্ড গার্মেন্টসের শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের পরিচালক ও যুবলীগ নেতা শামীম তালুকদার।
শনিবার (২৩ মে) বিকেলে ফতুল্লার শাসনগাঁয়ের বিসিক ১নং রোড এলাকায় তালুকদার সোয়েটার এন্ড গার্মেন্টসের পরিচালক ও ফতুল্লা থানা যুবলীগ নেতা শামীম তালুকদারের উদ্যাগে প্রায় ৩০০ শ্রমিকের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শামীম তালুকদার বলেন, এ মহামারী করোনার প্রকোপ যতদিন শেষ না হবে, ততদিন পর্যন্ত আমার এই কার্যক্রম চলমান থাকবে। আমি আমার প্রতিষ্ঠানের সকল শ্রমিকদের আশস্ত করতে চাই , আমি বেঁচে থাকা পর্যন্ত আমার একটি শ্রমিকও না খেয়ে মারা যাবেনা।
ঈদ সামগ্রী বিতরণকালে আরো সহোযোগিতা করেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা আসলাম, হারুন, মিলন, হীরা, বিপ্লব, মাজেদুল, খোরশেদ, মঞ্জু ও আজমল প্রমুখ।