পবিত্র ঈদুল ফিতরে ফতুল্লাবাসীকে আ’লীগ নেতা শফির ঈদ শুভেচ্ছা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা ও কাশীপুরের নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি।
নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, করোনাকালে দেশ এক মহাসঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ মহাসঙ্কট মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে আমরা করোনা মোকাবেলায় বেশ সফল।
আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য । তার নির্দেশ অনুসারে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী ভাই সাধারণ দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করেছেন।
শফি আরও বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা পবিত্র ঈদুল ফিতরের উসিলায় আমাদের ক্ষমা করবেন। এই সময়ে সকল ভয়, আতঙ্ক কাটিয়ে সবার ঘরে ঈদ আসুক আনন্দের বার্তা নিয়ে। সুখ, সমৃদ্ধি ও প্রিয়জনের সান্নিধ্যে ঈদ হোক আনন্দময়। সবাই প্রিয়জনের সাথে ঘরে থাকুন।
ঈদ মোবারক।