অসহায়দের ইফতার তুলে দিলেন রোটারিয়ান ববি

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মানুষ মানুষের জন্য এই শ্লোগানে রোটারি ক্লাবের আয়োজনে আহসান আল হোসাইন (ববি) এর ব্যবস্থাপনায় রিকসাচালক ও ভ্যানচালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২মে) বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় রিকসাচালক ও ভ্যানচালকদের মাঝে আহসান আল হোসাইন (ববি) বাবুরাইল ও পাক্কারোড এলাকায় ৩০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়।
এ সময় আহসান আল হোসেন ববি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউন চলাকালীন সময়ে অসংখ্য পরিবার মানবেতর জীবন যাপন করেছে। আসন্ন ঈদকে কেন্দ্রকরে লকডান সিথিল হলেও এসকল পরিবারগুলে এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। এসকল পরিবারের সদস্যরা যাতে এই মহামারীর সময়ে খাদ্যের অভাব বোধ না করে, সেই লক্ষ্যে আমাদের এই ছোট্ট পদক্ষেপ।