‌করোনাকালে আলোচিত সংগঠন- ‘আলোকিত কাশীপুর’ ঈদ সামগ্রী বিতরণ

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক তরুণদের প্লাটফর্ম -‘আলোকিত কাশীপুর’ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫শ’ দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে। করোনাকালে গত ২ মাসে সংগঠনটির মাধ্যমে কাশীপুর ইউনিয়নে প্রায় ১৪ লক্ষ টাকার খাদ্য সামগ্রী সহায়তা ও চিকিৎসা বাবদ ব্যয় করা হয়।

 

শুক্রবার (২২ মে) কাশীপুর বাংলাবাজার এলাকায় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন শিল্পপতি ও সমাজসেবক হাজী বদরুল ইসলাম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-বিশ্বাস লুৎফর রহমান, সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, রেজাউল করিম আংকেল, ইউপি সদস্য মেজবাউর রহমান পলাশ, হানিফ মিয়া, রেহান শরিফ বিন্দু, লাভলু, গিয়াস উদ্দিন, আলোকিত কাশীপুর এর এডমিন শহীদুল ইসলাম খাঁ, এম নিলয় হোসেন, আসমা খাতুন, মডারেটর বৃন্দও ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা।

 

পরে ঈদ সামগ্রী ৯টি ওয়ার্ডের সেচ্ছাসেবকদের হাতে তুলে দেয়া হয়। স্বেচ্ছাসেবকরা ওয়ার্ডে ওয়ার্ডে নিজ দায়িত্বে দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়।

 

ঈদ সামগ্রী বিতরণের পাশাপাশি দুঃস্থদের মাঝে রমজান মাস জুড়ে প্রতিদিন ১০০ প্যাকেট মোরগ পোলাও ইফতার বিরতণ করেছে সংগঠনটি।

 

এলাকার তরুণরা মিলে ২০১৫ সালে এই সামাজিক উন্নয়ন সংগঠন গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকে সমাজের অবহেলিত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর ঈদুল ফিতরের আনন্দ অসহায় দুস্থদের সাথে ভাগাভাগি করে নিতে, যারা এবারের ঈদে একটু কিনে খেতে সক্ষম নয়, এদের পোলার চাল,মুরগী,তেল, লাচ্ছা সেমাই, লতা সেমাই, চিনি ও মাস্ক হাতে তুলে দেয়া হয়।

 

সংগঠনটির এডমিন শহীদুল ইসলাম জানায়, প্রথম ধাপে ৫০০ প্যাকেট ঈদ সামগ্রী গরীব মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা৷ দ্বিতীয় ধাপেও উল্লেখযোগ্য পরিমাণের ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com