১৯১টি পরিবারকে ঈদ উপহার দিলেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুুয়েল
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায়দের নগদ অর্থ সহায়তা দিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্চাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৯১টি অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ র্অথ প্রদান করেন এই নেতা।
শুক্রবার (২২মে) দুপুরে শহরের চাষাড়ায় ১হাজার টাকা করে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন এর সভাপতিত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জুয়েল বলেন, মাননীয় প্রধান মন্ত্রী মানবতার মা জননেতা শেখ হাসিনার নির্দেশনায় ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের অনুপ্রেরণায় এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এর উৎসাহে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ। এরই ধারাবাহিকতায় আত্মীয় স্বজন এবং বন্ধু বর্গের সহযোগিতায় ১৯১টি পরিবারের মাঝে ১ হাজার টাকা করে ঈদ উপহার দেয়ার কর্মসূচী নেয়া হয়েছে।
এসময় তিনি বলেন সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে অসহায় মানুষদের পাশে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে তাই তাদের পাশে দাড়াতে হবে আমাদের। আসন্ন ঈদকে সামনে রেখে তারা যেন ঈদের বাজারটা কিনে খেতে পারে সেই জন্য আমাদের প্রচেষ্টা।
তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর তাই আমরা মহানগর স্বেচ্ছাসেবকলীগ সবসময় অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
জুয়েল বলেন, এর আগেও বিভিন্ন থানা, ওয়ার্ড ও এলাকায় সহযোগীতার মাধ্যমে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমরা যারা বিত্তবান আছি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা সবাই যেন নিজ উদ্যোগে এগিয়ে আসেন। করোনা মহামারি আল্লাহ দিয়েছেন আল্লাহই এটা থেকে আমাদের মুক্তি দিবেন। তাছাড়া আপনারা সকলে দোয়া করবেন প্রধানমন্ত্রী সহ আমার কেন্দ্রীয় নেতা বাবু নির্মল রঞ্জন গুহ, আফজালুর রহমান বাবু ও জননেতা শামীম ওসমান সহ সাংবাদিক ভাইদের জন্য।
বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, সহ-প্রচার সম্পাদক উজ্জল দে, দপ্তর সম্পাদক ইমরানুর রশিদ, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সহ আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমি আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাখিম মিয়া, সিনিয়র কার্যকরী সদস্য বাবু, মোঃ নাদিম শেখ, মারুফ, রাকিবুল ইসলাম সুমন ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ প্রমুখ।