সিদ্ধিরগঞ্জে বেতন বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনার ঝুঁকির মধ্যেও চলতি মাসের বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ কারখানার শ্রমিকরা।
বুধবার (২০ মে) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার ওয়েস্ট নীটের শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ও শিল্প পুলিশের হস্তক্ষেপে মালিকপক্ষের আশ্বাসে দুপুরে বিক্ষোভ প্রত্যাহার করে ফিরে যান শ্রমিকরা।
শ্রমিকরা জানান, ঈদের আগে তারা চলতি মাসের বেতন ও পূর্ণ বোনাসের দাবি করছেন। তবে মালিকপক্ষ ঈদের আগে বেতন দিতে টালবাহানা শুরু করে এবং বোনাস অর্ধেক দিতে চাইছেন। তাই তারা কাজ বন্ধ রেখে সড়কে বিক্ষোভ করতে নেমেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) কামরুল ফারুক জানান, সকাল থেকে ওই কারখানায় কর্মরত বিক্ষুব্ধ শ্রমিকেরা চলতি মাসের বেতন ও পূর্ণ ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। এতে ওই গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ দেখা দিলে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করি। পরে মালিকপক্ষ যথাসাধ্য শ্রমিকদের দাবি মানার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা শান্ত হয়ে যার যার কর্মস্থলে ফিরে গেছেন।