ফতুল্লায় স্বামীর আঘাতে স্ত্রী খুন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার ভোলাইলে পুতা দিয়ে আঘাত করে স্ত্রী সুলতানা কে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মে)  সকাল ১০ টায় ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের ভাই মো.সফিকুল ইসলাম জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই সময় ঝগড়া হতো স্বামী মিজানুর স্ত্রী সুলতানার মধ্যে। এরই অংশ হিসেবে ১৯ মে মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকাল আনুমানিক ১০টার সময় তাদের নিজ ঘরেই কথা কাটাকাটি হয়। কথায় কাটাকাটির এক পর্যায়ে মিজানুর ক্ষিপ্ত হয়ে সুলতানাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে পাথরের পুতা দিয়ে সুলতানার মাথা আঘাত করে। এতে সুলতানা গুরুতর জখম হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সুলতানাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ১০০শয্যা হাসপাতালে(ভিক্টোরিয়া) নিয়ে যায়। ভিক্টোরিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথেই সুলতানার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আসামী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে আাদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com