ছাত্রলীগ নেতা শরীয়ত উল্লাহ বাবুর পিতা শহীদ উল্লাহ আর নেই

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা ছাত্র লীগের সহ-সভাপতি শরীয়ত উল্লাহ বাবুর পিতা শহীদ উল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২০ মে) বিকেলে উত্তর কাশীপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
বুধবার রাতে মুসলিম নগর এতিমখানা মাঠে নামাজে জানাজা শেষে এতিমখানা কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে শহীদ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী। 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com