করোনা দুর্যোগে মানুষের পাশে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী তাঁতীদল

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: করোনা দুর্যোগ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী তাঁতীদল ঈদ সামগ্রী বিতরণ করেন।

১৯শে মে মঙ্গলবার, বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল রাজশাহী মহানগর শাখার উদ্দগে ১৫নং ওয়ার্ডে পঞ্চাশের অধিক অসহায় মানুষকে ঈদ সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক শহিদু্ল্লাহ, বিশেষ অতিথী হিসাবে উপস্হিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতীদলের আহবায়ক আরিফুর শেখ বনি, রাজশাহী মহানগর তাঁতীদলের সদেস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম মাসুম, রাজশাহী মহানগর ও জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল ইসলাম ইমন ও রাজশাহী মহানগরতাঁতী দলের অন্যতম যুগ্ম আহবায়ক আরিফুর রহমান পিন্টু সহ প্রমূখ।

রাজশাহী মহানগর তাঁতী দল রমজানের শুরু থেকেই অসহায় দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারই অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে সামাজিক এই প্রচেষ্টা চলমান থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com