সাভারে করোনায় নতুন আক্রান্ত ৩২, ১ জনের মৃত্যু
সাভার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রাজধানীর সন্নিকটে সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে এখন পর্যন্ত সাভার উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জন। মোট মৃতের সংখ্যা চারজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
রাজধানী সংলগ্ন শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় অধিক জনবসতির কারণে প্রতিনিয়ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন আক্রান্তদের মধ্যে পুলিশের এক এএসআই, শিল্প পুলিশের পাঁচ সদস্য, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী ও একজন সুইপারসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাঁচ কর্মচারী ও কয়েকজন পোশাককর্মী রয়েছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার জন্য গত রোববার ৪৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। সোমবার এসব নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে রোববার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় করোনায় আক্রান্ত হয়ে শাহিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে শনিবার শাহিদা বেগমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রোববার দুপুরে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এ সময় হাসপাতালে ভর্তি করার জন্য তাকে আনতে বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হলে জানা যায় তিনি মারাগেছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী তার দাফনের ব্যবস্থা করা হয়।
সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক (ডিজি) নাথুরাম সরকার বলেন, করোনা পরিস্থিতির মধ্যে বিপণী বিতান, শপিং মল ও দোকানপাট খুলে দেয়ার পাশাপাশি লোকজন সামাজিক দূরত্ব মেনে না চলায় সাভারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই সংক্রমণ ঠেকাতে সাভারকে পুরোপুরি ও কার্যকর লকডাউন করে দেওয়ার পরামর্শ দেন তিনি।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, সাভারে করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় সোমবার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন পোশাক কারখানার প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পোশাক কারখানাগুলোতে করোনায় আক্রান্ত কর্মীদের জন্য কারখানার ভেতরে আইসোলেশন ও সন্দেহভাজন কর্মীদের জন্য কারখানার বাইরে প্রাতিষ্ঠানিক কেয়ারেন্টাইনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। এছাড়া প্রতিটি কারখানা ও ইউনিয়নে নমুনা সংগ্রহের বুথ স্থাপনেরও পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়ে মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিনজন। ধামরাই থেকে গত রোববার একই ল্যাবে ১১ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ পাওয়া যায়।
উল্লেখ্য, সোমবার পর্যন্ত সাভার উপজেলায় ১১৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯২ জন, হোম আইসোলেশনে রয়েছেন ৬৬ জন, সুস্থ হয়েছেন ১৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৪ জন এবং মারা গেছেন ৪ জন। বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।