ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ, সিভিল সার্জনের গাড়ি ভাঙচুর

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফকির নিটওয়্যারের শ্রমিকরা।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় তারা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। গার্মেন্টসের নিরাপত্তা তদারকি করতে এসে সিভিল সার্জন নিজেও হামলার শিকার হন।
শ্রমিকরা জানায়, চলতি মাসের বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষের সঙ্গে ভুল-বোঝাবুঝি হওয়ায় শ্রমিকরা সড়কে নামেন। বিক্ষোভের এক পর্যায়ে সড়কে নেমে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন।
পথিমধ্যে সিভিল সার্জন অন্যত্র যাবার পথে শ্রমিক বিক্ষোভের মাঝে পড়েন। এসময় শ্রমিকরা তার গাড়িটিও ভাঙচুর শুরু করলে তিনি দ্রুত ওই স্থান ত্যাগ করেন। পরে পুলিশ এসে মালিক ও শ্রমিক উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করলে আমরা তাদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছি। মালিক পক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। এটি নিছক ভুল-বোঝাবুঝি।
অপরদিকে হামলার শিকার ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আমি অফিসে আসার সময় ফকির নিটওয়্যারের শ্রমিকরা সড়কে আমার গাড়িতে হামলা চালায়। হামলায় আমার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আমি সুস্থ আছি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছি।