আড়াইহাজারে ধান ক্ষেতে মাদ্রাসা ছাত্রের লাশ

 

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধান ক্ষেত থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি এলাকার চক থেকে পুলিশ মাহাবুব (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে।

 

নিহত মাহাবুব উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি এলাকার আশকর আলীর ছেলে ।

 

নিহতের পরিবার সূত্রে জানাগেছে, নিহত মাহাবুব নারায়ণগঞ্জের বন্দর এলাকার কওমী মাদ্রাসায় মাওলানা বিষয়ে পড়ালেখা করত। করোনার কারনে মাদ্রাসা বন্ধ থাকার কারনে প্রায় দুই মাস আগে মাহাবুব বাড়িতে চলে আসে। সে বাড়িতে থাকাবস্থায় এলাকার কিছু খারাপ ছেলেদের সাথে চলাফেরা ও সখ্যতা গড়ে তোলে। এ ঘটনায় ১৭ মে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মাহাবুর এর মেঝ ভাই আবু তৈয়ব মাহাবুবকে চর থাপ্পর দিয়ে শাসন করে। এর পর মাহাবুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পুলিশ রাত ১১টার দিকে স্থানীয় লোকজনদের মাধ্যমে খবর পায় যে,সেন্দি চকে সাবেক চেয়ারম্যান মোতালেব ভ’ইয়ার ধান ক্ষেতে এক কিশোরের লাশ পড়ে আছে। পরে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

সোমবার সকালে লাশ উদ্ধারের কথা জানতে পেরে মাহাবুবের পরিবারের লোকজন থানায় এসে মাহাবুবকে সনাক্ত করে।

এ ঘটনায় পুলিশ একই এলাকার বিল্লালের ছেলে সৈকত(১৮) নামে একজনকে গ্রেফতার করেছে। নিহত মাহাবুব গ্রেফতারকৃত সৈকতের কাছ থেকে টাকা পাওনা ছিল বলে পুলিশ জানায়।

পুলিশের উপপরিদর্শক রূপম জানান,নিহত মাহাবুবের গলায় বাম দিকে ও সামনে ধারালো ছোরার গভীর আঘাতে ক্ষত রয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

 

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com