সাভারে আরও ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত

না’গঞ্জ থেকে ফেরত চাঁদপুরের ব্যাক্তি করোনা উপসর্গে মৃত্যু!

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সানারপাড় বসবাসরত ব্যাক্তি চাঁদপুরে গিয়ে নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম চান মিয়া পাটোয়ারী(৬০)।

 

বৃহস্পতিবার (১৪মে) চাঁদপুর পৌরসভার কাচিয়ারা নিজ বাড়িতে তিনি মারা যান।

 

করোনা উপসর্গ নিয়ে চান মিয়া পাটোয়ারী চাঁদপুরের ফরিদগঞ্জে যান। বুধবার তিনি নারায়ণগঞ্জ থেকে নিজ এলাকা চাঁদপুরে এসেছিলেন। করোনা সন্দেহভাজন হিসেবে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ওই ব্যক্তি নারায়ণগঞ্জে সানারপাড় এলাকা থেকে অসুস্থ অবস্থায় ১৩ মে স্বপরিবারে ফরিদগঞ্জ পৌর এলাকার নিজ (রাজা পাটোয়ারী) বাড়িতে আসেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান ডা. আশরাফ আহমেদ চৌধুরী বলেন, আমাদের চিকিৎসকসহ টিম গিয়ে মৃতের শরীরে করোনার উপসর্গ দেখতে পাননি। তবে স্থানীয় লোকজনের দেয়া তথ্য ও তাদের দাবির প্রেক্ষিতে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে সন্দেহভাজন হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com