গত ২৪ঘন্টায় না’গঞ্জে সর্বোচ্চ ৮১জনের সুস্থের রেকর্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: গত ২৪ঘন্টায় নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রেকর্ড সংখ্যক রোগী সুস্থ হয়েছেন। জেলার সর্বোচ্চ ৮১জনের সুস্থ্যের তথ্য জানালেন স্বাস্থ্য বিভাগ।
১৪মে (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় মোট সুস্থ হয়েছেন ২৭৯জন। যা ছিল, গতকাল ১৯৮জন।
বাংলাদেশে প্রতিনিয়তই বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। নারায়ণগঞ্জে ও রেড়েই চলছে রোগীর সংখ্যা। তবে, এত বেশি পরিমাণে আক্রান্তের পরও সুস্থের রেকর্ড কিছুটা স্বস্তিই ফেলেছে জনমনে, কমেছে আতঙ্কও। শিল্পনগরী নারায়ণগঞ্জে গত কয়েকদিন যাবৎ করোনা যুদ্ধে জয়ী হওয়ার সংখ্যা পরিলক্ষিত হচ্ছে।
ইতোপূর্বে নারায়ণগঞ্জে ২৪ঘন্টায় ২৯, ৩৮জনের সুস্থের তথ্য পাওয়া গেলেও ৮১জনের সুস্থতার খবর জেলায় প্রথমই। এরআগে, ১৩মে এর রিপোর্ট মোতাবেক সুস্থ ছিলেন ১৯৮জন এবং ১২ মে ১৬০জন।