কাশীপুরে ৭শ’ পরিবার পেল আব্দুল মজিদ ফাউন্ডেশনের ঈদ উপহার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রতি বছরের মতো এবারও ফতুল্লার কাশীপুরে ৭শ’ পরিবারের কাছে ঈদ উপহার পৌছে দিয়েছে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন।
বুধবার রাতে ও বৃহস্পতিবার (১৪ মে) সকালে কাশীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ও আশপাশের কয়েকটি ওয়ার্ডে সাড়ে সাতশ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, পেয়াজ, সেমাই ও আলু দেয়া হয়। প্রথম রমজান ও বৃহস্পতিবার দুই দফায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্রুপ-‘আলোকিত কাশীপুর’ এর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। ইতোপূর্বে নিজের বাড়িতে ১০জন ভাড়াটিয়ার একমাসের বাড়িভাড়াও মওকুফ করেন।
এ প্রসঙ্গে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি শাহাদাত হোসেন শ্যামল বলেন, করোনা পরিস্থিতির কারণে সাধারণ মধ্যবিত্ত অনেকেই কষ্টে দিনাতিপাত করছে। আব্দুল মজিদ ফাউন্ডেশন এলাকার শিক্ষা-সামাজিক ও অন্যান্য কাজে সবসময় মানুষের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, কোন প্রচারের জন্য আমি দান করি না। আল্লাহকে খুশি করার জন্য দান করার বিষয়টি আমাকে আমার বাবা আব্দুল মজিদ সাহেব শিক্ষা দিয়ে গেছেন। আপনারা শুধু আমার বাবার জন্য দোয়া করবেন।
আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন এলাকার শিক্ষা-সামাজিক ও অন্যান্য জনহিতকর কাজ করে আসছে।