কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আউয়াল আর নেই

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, কাশীপুর আনসার ক্লাবের সভাপতি প্রবীণ সংগঠক আবদুল আউয়াল আর নেই।

বুধবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার রাতে তারাবি নামাজের পরে হাটখোলা মাঠে নামাজে জানাজা শেষে তাকে কাশীপুর ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com