সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের মায়ের ইন্তেকাল

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: মানবজমিনের স্টাফ রিপোর্টার ও মানবাধিকার সংগঠন অধিকারের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক বিল্লাল হোসেন রবিনের মা মনিফা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেস নারায়ণগঞ্জ পরিবার।

 

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি তার এক মেয়ে, চার ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমার ছেলে বিল্লাল হোসেন রবিন জানান, দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে তিনি অসুস্থ ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার ও আত্মীয়-স্বজনের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com