নিজ এলাকায় অসহায়দের পাশে সিঙ্গাপুর ছাত্রলীগ নেতা আল-আমীন

শাহাদাত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সরাবিশ্ব আজ স্থবির, কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। খাবারের সংকট দেখা দিচ্ছে অনেক পরিবারে বাংলাদেশের বিভিন্ন স্থানেও একই চিত্র। তারই অংশ হিসেবে এগিয়ে এসে সিরাজগঞ্জে নিজ এলাকায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রীর পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক সরকার আল আমিন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছ- চাল, ডাল, তেল , চিনি লাচ্ছা সেমাই, দুধ,সাবান, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনী সামগ্রী।
জানা যায়, ওই এলাকায় বেশ কিছু পরিবার সরকারি খাদ্য সামগ্রী না পাওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণত সম্পাদকের নির্দেশনা অনুযায়ী সিঙ্গাপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এগিয়ে আসেন। নিজে উদ্যোগ নিয়ে খাদ্য সামগ্রী অসহায় মানুষকে বিতরণ করেন।
সরকার আল আমিনের বাবা মোঃ আব্দুল খালেক সরকার ও ছোট ভাই আলহাজ্ব সরকার উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ সম্পন্ন করেন। ত্রাণ পেয়ে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে এমন সহযোগিতা সাধারণ মানুষের জন্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সরকার আল-আমিন।