কুড়িগ্রামের ভোগডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটিকম: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় গ্রামে একটি জমি থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ।

 

১০ মে (রবিবার)  দুপুরে ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় এলাকায় একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

 

ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন ধান ক্ষেতে মাঝে একটি ফাঁকা জমিতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশের পাশে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com