বক্তাবলী ইউনিয়ন পরিষদে সরকারি ত্রাণ বিতরণ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকারি ত্রাণ কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন।

শনিবার ( ৯ মে ) সকাল ১০ টায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

দেশে প্রানঘাতী নভেল করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে তাদের আয়ের উৎস। এ অবস্থায় সেইসকল গরীব অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন জন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার আঃ গাফ্ফার, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নান্নু, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জলিল গাজী, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মরিয়ম, যুবলীগ নেতা আনোয়ার আলী প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com