ঝড়ে ঘরের চাল উড়ে আসায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কালবৈশাখী ঝড়ে দোতলা বিল্ডিংয়ের সিড়ি কক্ষের টিনের চাল গিয়ে পড়ে প্রতিবেশীর ঘরের ওপর। এতে বাড়ির কেউ হতাহত না হলেও ঘরের চালের টিনের আংশিক ক্ষতি হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভুইয়াপাড়া এলাকার সোহেলের দোতলাবাড়ির টিনের চাল শুক্রবার রাতের ঝড়ে তার প্রতিবেশী মাছুমের বাড়িতে গিয়ে পড়েছিল।
এ ঘটনায় সোহেল দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্থ প্রতিবেশী মাছুমকে সান্তনা দিতে গেলে তিনি মামলা ও এলাকার প্রভাবশালীদের নাম করে হুমকি দেয় সোহেলকে। এ ঘটনায় এলাকায় শুরু হয়েছে তোলপাড়।
এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভুইয়াপাড়া এলাকার ও সোহেলেরর দোতলা বাড়ির সিড়ি কক্ষের টিনের চাল গিয়ে পড়ে পাশ্ববর্তী মাছুমের টিনের ঘরের উপর। এতে কেউ হতাহত হয়নি। তবে ঐ টিনের ঘরের ঘরের কয়েকটি টিন আংশিক ক্ষতি হয়ে।
পরবর্তীতে দুঃখ প্রকাশ করে মাছুমকে সান্তনা দিতে গেলে সোহেলকে মিথ্যা মামলা ও মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে মানহানির হুমকি দেয় মাছুম। এতে হতবাক হয়ে পড়েন এলাকাবাসী। এলাকার লোকজন এর প্রতিবাদ করলে শনিবার সকালে মাছুম সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান ও কয়েকজন সাংবাদিককে নিয়ে যায় ঘটনাস্থলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে ব্যাপারটি বড় ঘটনা না হওয়ায় স্থানীয় মুরব্বীদেরকে মীমাংশা করে দেয়ার দায়িত্ব দিয়ে চলে আসেন। এতে মাছুম অসন্তুষ্ট হয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করিয়ে মিথ্য নিউজ করে সোহেলের মানহানী করার হুমকি দিতে থাকে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান জানায়, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক আমাকে ঘটনাস্থলে যেতে বললে আমি গিয়ে ঘটনাটি গুরুতর না হওয়ায় স্থানীয় মুরব্বীদের উভয়পক্ষের মধ্যে মীমাংশা করে দিতে দায়িত্ব দিয়ে চলে এসেছি।
এ ব্যপারে মাছুমের সাথে কথা বলতে চাইলে শনিবার দুপুরে তাকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয় নীট কনসার্ন গার্মেন্টের চাকুরীজীবী সোহেল জানায়, কালবৈশাখী ঝড় সৃষ্টিকর্তা প্রদত্ত। এতেতো আমার কোন হাত নেই।
ঐ ঝড়ে আমার বিল্ডিয়য়ের সিড়ির কক্ষের টিনের চাল আমার প্রতিবেশী মাছুমের টিনের ঘরের ওপর পড়ে। এতে আমি দুঃখ প্রকাশ করে তাকে সান্তনা দিতে গেলে তিনি আমাকে উল্টো হুমকি দিতে থাকে। থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করে পুলিশও নিয়ে আসেন। তিনি বলেন, কালবৈশাখী ঝড় নিয়ে আমার সাথে শত্রুতা করারতো কোন অর্থ হয় না।